সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সেতুতে উঠতে বাঁশের সিঁড়ি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি গ্রাম-সংলগ্ন খালের ওপর নির্মিত পাকা সেতুটির এখন বেহাল অবস্থা। বন্যায় সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে যায়। বর্তমানে বাঁশের সিঁড়ি দিয়ে সেতুতে উঠে যাতায়াত করছেন এলাকার লোকজন। সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় মাল পরিবহন ও চলাচলে আশপাশের ২০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ২০০৭-০৮ অর্থবছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যরে এ সেতু নির্মাণ করে। দুই পাশ বেলে মাটি দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করায় বর্ষা মৌসুমে অ্যাপ্রোচ সড়ক ধসে যায়।

 ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেন জানান, এক মাস আগে স্থানীয় কয়েক যুবকের উদ্যোগে ও গ্রামবাসীর সহায়তায় সেতুর দুই প্রান্তে বাঁশের সিঁড়ি তৈরি করা হয়েছে। ওই সিঁড়ি দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে লোকজন। স্থানীয় ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মন্ডল জানান, এলাকাবাসী মাটি না দেওয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। আগামীতে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে সেতুর সংযোগ সড়ক করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর