সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্ত্রীর স্বীকৃতি দাবি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়েছেন সাবরিনা আক্তার (২৮) নামে এক নারী। গুরুদাসপুর মডেল প্রেস ক্লাব কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ ঘটনায় ওই নারী নাটোর আমলি আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাও করেছেন। সাবরিনা আক্তার জানান, উপজেলা পৌর সদরের গাড়িষাপাড়া মহল্লার সাজেদুর রহমানের ছেলে রুবেল আহমেদ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গোপনে মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করে। বিয়ের পর শ্বশুরবাড়িতে না নিয়ে ভাড়া বাসায় আমরা সংসার শুরু করি। পরবর্তীতে আমি শ্বশুরবাড়ি গিয়ে পুত্রবধূ দাবি করলে রুবেলের স্বজনরা আমাকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে স্বামী আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছে না। আমি আমার স্বীকৃতি চাই এবং সংসার করতে চাই। রুবেল জানান, আমি তাকে (সাবরিনা) বিয়ে করিনি। হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর