সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দেড় হাজার শিক্ষার্থী স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন

দিনাজপুর প্রতিনিধি

অনলাইনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সুদমুক্ত স্মার্টফোন কিনতে শিক্ষা ঋণ পাচ্ছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১ হাজার ৬৭০ জন অসচ্ছল শিক্ষার্থী।  যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই, তাদের জন্য এই শিক্ষা ঋণের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তারই ধারাবাহিকতায় ইউজিসির সুদমুক্ত শিক্ষাঋণ পাচ্ছেন হাবিপ্রবির ১ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। শিক্ষা ঋণের বিষয়টি নিশ্চিত করে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ বলেন, ইউজিসিকে শিক্ষাঋণ প্রদানের জন্য মোট ২৫২৬ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিলাম। এর মধ্যে নির্বাচিত হয়েছে ১৬৭০ শিক্ষার্থী। এ ছাড়া ইউজিসির পক্ষ থেকে সফটলোন প্রদানের জন্য একটি নীতিমালা প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর