মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বান্দরবান সদর হাসপাতাল

অব্যবস্থাপনায় মিলছে না সেবা

বান্দরবান প্রতিনিধি

অব্যবস্থাপনায় মিলছে না সেবা

বান্দরবান সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনায় চলছে চিকিৎসাসেবা। এতে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলেছে। সদর হাসপাতালে রোগী আছে। কিন্তু ডাক্তার নেই। আবার ডাক্তার থাকলে ওষুধ নেই। এছাড়াও কোনো জরুরি রোগীকে চট্টগ্রামে রেফার করতে চাইলেও অ্যাম্বুলেন্স নেই। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু চিকিৎসকের দিয়ে হচ্ছে হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। অনেক সময় কোনো ডাক্তারও পাওয়া যায় না জরুরি বিভাগে। এভাবে চরম অব্যবস্থাপনায় চলছে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। প্রতিনিয়ত রোগী ও রোগীর আত্মীয়স্বজনের কান্নায় ভারি হয়ে উঠে সদর হাসপাতাল চত্বর। ডাক্তার-নার্স ও কর্তৃপক্ষের অবহেলায় স্বাস্থ্যসেবার মান দিন দিন খারাপ দিকে যাচ্ছে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগে উঠেছে সদর হাসপাতালে যে কয়েকজন ডাক্তার আছেন। তারা হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়ার চেয়েও বেশি সময় দেন বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিগুলোতে। কারণ এসব ডাক্তাররা নগদ ও অতিরিক্ত টাকা আয় করতে বেশি উৎসাহী। স্থানীয় বাসিন্দা রাজেস বড়–য়া  জানান তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। এসময় রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স না থাকায় রোগীকে কিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। অ্যামুলেন্সের অভাবে ভাড়া গাড়িতে নিতে হয়েছে। খোদ ডাক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, বান্দরবান সদর হাসপাতালের এ অবস্থার উন্নতি না হলে আগামীতে এ অঞ্চলের রোগীরা আরও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বেন। বান্দরবান সিভিল সার্জন ডা. অং শৈ প্রু চৌধুরী জানান হাসপাতালের বিরুদ্ধে আগে কিছু অভিযোগ থাকলেও এখন তেমন কোনো অভিযোগ নেই। আমরা সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর