শিরোনাম
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আধিপত্য বিস্তার

কুমিল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার বিকালে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন ও সহ-সভাপতি মুক্তার হোসেনের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে রবিবার বিকালে জুইগ্গা মার্কেট এলাকায় লিটন গ্রুপের শহিদুল ও মুক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল ইসলাম ও মুক্তার রহমান, ইউনুছ ও বাসুরাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় মুক্তার গ্রুপের সেকান্দর বাদী হয়ে ১৫ জনের নামে মামলা করেন। পরে পুলিশ মোশারফকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর