মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জলমহালে মাছ ধরা নিয়ে হামলা, দুই নৌকায় আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর জেলেরা ইজারাদারের দুটি নৌকা পুড়িয়ে দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ২ নম্বর চরদেওঘর জলমহালে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এ সময় ইজারাদারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেন। খবর পেয়ে কয়েক শ জেলে গিয়ে ইজারাদারের মাছ ধরার দুটি নৌকায় আগুন ধরিয়ে দেন। পরে উপজেলা সদরে বিক্ষোভ করেন তারা। জেলেপক্ষের জগদীশ দাস নারায়ণ জানান, জলমহালটি ছিল উন্মুক্ত। এত দিন জেলেরা বিনা বাধায় এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একটি পক্ষ মামলা  করে এটি বদ্ধ জলমহাল হিসেবে দেখিয়ে ইজারা নেয়।

জেলেরা উচ্চ আদালতে গেলে ইজারার ওপর স্থগিতাদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) কয়েকজন জেলে মাছ ধরতে গেলে ইজারাদারের লোকজন হামলা চালান। এতে পাঁচ জেলে আহত হন। জলমহালটি একসময় উন্মুক্ত ছিল স্বীকার করে ইজারাদার পক্ষের এমদাদুল হক খোকন জানান, বর্তমানে উচ্চ আদালতের রায় তাদের পক্ষে রয়েছে। এর পরও কিছু জেলে এখান থেকে মাছ ধরছিল। বাধা দিতে গেলে তাদের দুটি নৌকা পুড়িয়ে দেয়। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বলেন, জলমহালটি জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়েছে। এখন এ নিয়ে বিরোধের বিষয়টি পুলিশ দেখবে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা বলেন, সংঘর্ষের উপক্রম হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর