মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে অপসারণের দাবিতে ব্যবসায়ী ও সাধারণ জনগণ বিক্ষোভ করেছে। গতকাল দুপুরে ব্যবসায়ীদের অযথা জরিমানা ও ডিলিং লাইসেন্স নিতে বাধ্য করায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ প্রতিবাদ জানালে তাদের সঙ্গে ইউএনও অসদাচরণ এবং কয়েকজন ব্যবসায়ীকে আটক করেন। এর প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে ইউএনওর অপসারণ চেয়ে শহরজুড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি শেষে প্রতিবাদ সভা করেন।

সভায় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুরু থেকেই ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সরকারি নির্দেশ এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার পরও তিনি (ইউএনও) আক্রোশের বশবর্তী হয়ে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে  ব্যবসায়ীদের জেল জরিমানা ও অযথা হয়রানি করে আসছেন। আগামী রবিবার সকাল ১০টার মধ্যে ইউএনওকে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর