মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সম্মেলন ঘিরে চাঙ্গা নেতা-কর্মীরা

বগুড়া আওয়ামী লীগ

আবদুর রহমান টুলু, বগুড়া

সম্মেলন ঘিরে চাঙ্গা নেতা-কর্মীরা

করোনা পরিস্থিতিতে কিছুটা ঝিমিয়ে পড়া বগুড়ার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন। নতুন নেতৃত্ব ও কমিটি গঠনের হাওয়া লেগেছে নৌকার পালে। নড়েচড়ে বসেছেন নেতা-কর্মীরা। পদ পেতে লবিং শুরু করেছেন অনেকে। বগুড়া আওয়ামী লীগের তৃণমূল বলছে, ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীর সঙ্গে যাদের সখ্যতা ভালো, ইমেজ পরিচ্ছন্ন, যারা দলকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন তাদের নিয়েই কমিটি গঠন করা হোক। জেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা ও বগুড়া আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ ডিসেম্বর আদমদীঘি, ৯ ডিসেম্বর দুপচাঁচিয়া, ১৮ ডিসেম্বর শিবগঞ্জ ও ২২ ডিসেম্বর গাবতলী উপজেলায় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, মাদকের সঙ্গে সম্পৃক্তরা দলে থাকতে পারবে না। দলীয় শৃঙ্খলা অক্ষুণœ রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠন শক্তিশালী করতে হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজাতে হবে। তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি। ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলে ধর্মান্ধগোষ্ঠী মানুষকে বিপথগামী করার সুযোগ পাবে না। বগুড়ার আনাচে-কানাচে বঙ্গবন্ধুর সৈনিকদের পদচারণা থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, চারটি উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যগুলোর তারিখও ঘোষণা করা হবে। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকা- মানুষের কাছে প্রচার করতে হবে। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গত মার্চে হওয়ার কথা ছিল। করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। আগামী ডিসম্বরে আবারও সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক মাশরাফী জানান, বগুড়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাসময়ে সম্মেলন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছেন।

উপজেলার নেতা-কর্মীরা চাচ্ছেন নতুন নেতৃত্ব। দলের জন্য নিবেদিত, কর্র্মীদের মূল্যায়ন, ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো এমন নেতা খুঁজছেন তারা। 

সর্বশেষ খবর