বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কে চার জেলায় ছয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুর : মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জে বাস, সিএনজি ও অটোরিক্সার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।  লাকসাম (কুমিল্লা) : গতকাল কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি আহত হন। ফুলপুর (ময়মনসিংহ) : ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ফুলপুর উপজেলার ফতেপুরে গতকাল ইমাম ট্রেইল ওয়েজ পরিবহনের একটি বাসের ধাক্কায় আলতাফ (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

আলতাফ সঞ্চুর গ্রামের গুলুর ছেলে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  খাগড়াছড়ি সদরের গামারীঢালা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, রাঙ্গামাটি থেকে  মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে আসার পথে গুগড়াছড়ি এলাকায় একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।  দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। গাইবান্ধা থেকে মাইক্রোবাসটি পর্যটক নিয়ে খাগড়াছড়ি আসছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন।

সর্বশেষ খবর