বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘কতো ভোট আইলো গেল বিরিজ হলো না’

পাবনা প্রতিনিধি

‘কতো ভোট আইলো গেল বিরিজ হলো না’

‘মেলা দিন ধইরে শুনতিছি এহেনে বিরিজ (ব্রিজ) হবি। এমপি, চিয়েরমেন-মেম্বর সগলেই (সবাই) ভোট আলি পারে কথা দেয়, জিতলি বিরিজ করবি। কতো ভোট আইলো-গেলো, বিরিজ হলো না। আমাগারে কষ্ট দেখার মানুষ নাই।’ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ী গ্রামের প্রবীণ রহমত আলী। শুধু রহমত আলীই নন, এমন আক্ষেপ ধানকুনিয়া-বিন্যাবাড়ী পয়েন্টে গুমানী নদীর ওপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগের শিকার আশপাশের ১৫ গ্রামের মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন খড়স্রোতা গুমানী নদী নৌকায় পারাপার হচ্ছেন মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জানা যায়, গুমানী নদীর দুই পাড়ে ১৫ গ্রামে অর্ধলক্ষাধিক মানুষের বাস। গ্রামগুলোর মধ্যে রয়েছে বিন্যাবাড়ী, গৌরনগর, করিমপুর, বহরমপুর, চিনভাতকুর, বনমালী, বরদানগর, লাঙলমোড়া, নবীন-চরণবীণ, ইসলামপুর, ধানকুনিয়া, নটাবাড়িয়া, কুকড়াগাড়ি। ওই এলাকায় আছে ধানকুনিয়া হাট, প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, আবদুস সাত্তার প্রিক্যাডেট কিন্ডারগার্টেন স্কুল, ইবতেদায়ি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন এনজিওর অফিস। উপজেলা সদরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য বর্ষকালে খেয়া নৌকায় এবং শুকনো মৌসুমে বাঁশের সাঁকোয় ঝুঁকি গুমানী নদী পার হন শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ। কৃষকরা উৎপাদিত পণ্য হাট-বাজারে নিতে পারেন না সময়মতো। সবচেয়ে ভোগান্তির শিকার হন প্রসূতিরা। প্রসব বেদনা উঠলে হাসপাতালে যাওয়ার জন্য খেয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় তাদের। এ ছাড়া ওই সব গ্রামের রাস্তাঘাট এখনো পাকাকরণ হয়নি। বর্ষা মৌসুমে হেঁটে দূর-দূরান্তে যাতায়াত করতে হয়। চাটমোহর উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জেনেছি। সেখানে একটি সেতু নির্মাণ প্রয়োজন। প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য ঢাকায় এলজিইডির সদর দফতরে চাহিদা পাঠানো হয়েছে।

স্থানীয় নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, নদীরপাড়ে আমারও বাড়ি। আমি নিজেও ভুক্তভোগী। এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এমপি মহোদয়সহ উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ইউএনও সৈকত ইসলাম বলেন, আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ওই এলাকার মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর