বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় পাঁচ বছরের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে হিরা আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির  মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় আসামি হাসান রশিদ মৃধাকে (১৩) পাঁচ বছর কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে  শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন। এই মামলার ৩ আসামি স্বামী, স্ত্রী ও নাতির মধ্যে শুধুমাত্র নাতি শিশু আসামি হাসান রশিদকে শিশু আইন ২০১৩ বিচারের রায় দেওয়া হলো। রায় প্রদানের সময় হাসান রশিদ আদালতে উপস্থিত ছিলেন।

আলোচিত এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বাকি দুই আসামি মুক্তার মৃধা, তার স্ত্রী মনোয়ারা বেগম কারাগারে রয়েছেন। এই হত্যাকান্ডে জড়িত থাকায় তাদের বিষয়ে জেলা জজ আদালতে বিচার কার্যসম্পন্ন হবে। মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে ২০১৯ সালের ২ জুলাই বিকালে গাউছ শেখের বাড়ি থেকে তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হিরা আক্তারের বিবস্ত্র ও শরীরে লিপিস্টিক লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৪ জুলাই তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের মা নাসিমা বেগম।  হত্যার কারণ হিসেবে এ মামলার এক নাম্বার আসামি মুক্তার মৃধার সঙ্গে নিহত মাদ্রাসা ছাত্রীর মা মামলার বাদী নাসিমা বেগমকে  অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। তাতে তিনি সাড়া না দিয়ে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এই প্রতিশোধ নিতে স্বামী-স্ত্রী ও নাতি মিলে তার মেয়ে হিরা আক্তারকে বাড়িতে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিবস্ত্র করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় ১৮ নভেম্বর পুলিশ ওই তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আসামি শিশু হওয়ায় মামলার গত ২৫ নভেম্বর এই মামলার নথি শিশু আদালতে পাঠালে আদালত অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের ১৫ মার্চ  আসামি হাসান রশিদ মৃধার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। শিশু আদালতে এই মামলার বিচার চলাকালে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন। গতকাল জনাকীর্ণ আদালতে শিশু আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর