বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৪৯ বছর পর শিশুপার্ক পেল ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধন হয়েছে শিশুপার্ক। স্বাধীনতার ৪৯ বছর পর তিতাসপাড়ের মানুষের দীর্ঘদিনের কাক্সিক্ষত এ পার্কটি স্থাপন করা হয়েছে পৌর এলাকার শিমরাইলকান্দি এলাকায়। গতকাল ফলক উন্মোচন করে শিশুদের জন্য পার্কটি খুলে দেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এ সময় শতাধিক শিশুর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে ও বাচিকশিল্পী মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেই এ শহরে একটি শিশুপার্কের অভাববোধ করেছি। মুজিববর্ষে করোনার কারণে কোনো আয়োজনও আমরা করতে পারিনি। তাই শিশুদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে এ পার্কটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। আজ শিশুদের জন্য পার্কটি খুলে দিতে পেরে ভীষণ আনন্দিত।

সর্বশেষ খবর