বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

সাভার প্রতিনিধি

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় বেতন-ভাতা দাবিতে সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা দাবিতে বিক্ষোভ ও অনশন করেছেন একটি বন্ধ পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গতকাল বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা আশুলিয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসে মালিকপক্ষ হঠাৎ কারখানা বন্ধ করে দেন। এখনো তাদের ১১০০ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেনি। পাওনার জন্য বারবার মালিকপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না। উল্টো দাবি নিয়ে কারখানার সামনে গেলে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। তারা বলেন, এর আগে গত ২ নভেম্বর ডিইপিজেডের সামনে শতাধিক শ্রমিক একই দাবিতে বিক্ষোভ করেন। গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতা অরবিন্দু বেপারী বলেন, নিরুপায় হয়ে আবারও শ্রমিকরা সড়কে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আশুলিয়া শিল্প পুলিশ জানায়, এ ওয়ান বিডি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে নেমেছে। কারখানাটি ইপিজেডের ভিতর হওয়ায় আমাদের আসলে তেমন কিছু করার নেই। ইপিজেডের বিষয়গুলো দেখে বেপজা।

সর্বশেষ খবর