শিরোনাম
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ড্রেজিংয়ের বালুতে নষ্ট হচ্ছে ফসল, ক্ষুব্ধ স্থানীয়রা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ড্রেজিংয়ের বালুতে নষ্ট হচ্ছে ফসল, ক্ষুব্ধ স্থানীয়রা

ফরিদপুরের ভাঙ্গায় ড্রেজিংয়ের বালুতে নষ্ট ফসলি জমি -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাডাঙ্গা গ্রামে আড়িয়াল খাঁ নদ ড্রেজিং করে উত্তোলন করা বালু রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে। এ বালু থেকে নিষ্কাশিত পানির তোড়ে বসতি জমি, কবরস্থান ধসে গেছে। মরে যাচ্ছে গাছপালা ও ফসল। এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। তারা পাননি কোনো ক্ষতিপূরণ। কয়েক জমি মালিক জানান, বালু রাখার জন্য তাদের কাছ থেকে বছর ভিত্তিতে জমি লিজ নেওয়া হয়েছে। অনেকে এখনো লিজের টাকা পাননি। কেউ কেউ অভিযোগ করেন, তাদের জমিতে বালু ফেলা হয়েছে কিন্তু লিজ-তো দূরে থাক তাদের জানানোও হয়নি। প্রতিবাদ করতে গেলে এসিল্যান্ড ও ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী ড্রেজিং করা বালু ফেলার স্থান নির্ধারণ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, বালু ব্যবস্থাপনা কমিটি করলে নিয়মানুযায়ী সেখানে আমারও থাকার কথা।

কিন্তু এ বিষয়ে উপজেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কেউই আমাকে কিছু জানায়নি। তিনি বলেন, ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ উদ্যোগে জমি লিজ নিয়ে বালু রাখছেন। এরই মধ্যে ১০ চাকার ট্রাক ও ড্রাম ট্রাকে ভরে কয়েকশ ট্রাক বালু বিক্রিও করা হয়েছে। ভাঙ্গার ইউএনও রাকিবুর রহমান খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, সম্প্রতি এ সব বালু বিক্রির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি তার জানা আছে। স্থানীয়রা তার কাছে একাধিক বার অভিযোগ দিয়েছেন।’ জেলা প্রশাসক অতুল সরকার জানান, যতদূর জানি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। তদন্তাধীন বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি তিনি। পানি উন্নয়ন বোর্ড- ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, পাউবোর নিজস্ব জমি নেই। এ কারণে ইউএনও এবং এসিল্যান্ডের মাধ্যমে হুকুম দখল করে স্বল্প সময়ের জন্য ওই জমিতে বালু ফেলা হচ্ছে। জানা যায়, পাউবোর আওতায় ভাঙ্গা ও সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের নাব্য রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করে সরকার। ওই প্রকল্পের আওতায় ভাঙ্গার কোষাডাঙ্গা গ্রামে আড়িয়াল খাঁ নদের ১৩০০ মিটার খনন কাজ শুরু হয়েছে।

সর্বশেষ খবর