শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কচুরিপানায় থমকে গেছে কৃষকের স্বপ্ন

বাবুল আখতার রানা, নওগাঁ

কচুরিপানায় থমকে গেছে কৃষকের স্বপ্ন

নওগাঁর আত্রাইয়ে কচুরিপানায় থমকে গেছে কৃষকের স্বপ্ন -বাংলাদেশ প্রতিদিন

শস্যভান্ডারখ্যাত নওগাঁর আত্রাইয়ে এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে আসা কচুরিপানার কারণে থমকে গেছে কৃষকের স্বপ্ন। এসব কচুরিপানা পরিষ্কার করতে কৃষকরা হিমশিম খাচ্ছেন। আসন্ন বোরো মৌসুমে ধানচাষ নিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। জানা যায়, এবার আত্রাইয়ে ভয়াবহ বন্যায় কৃষকের সব স্বপ্ন ম্লান হয়ে যায়। একাধিকবার তারা আমন চাষের প্রস্তুতি নিয়েও ব্যর্থ হন। দুই বারের বন্যায় তাদের সব স্বপ্ন তছনছ হয়ে যায়। উপরন্তু এ বন্যায় নদীর বিভিন্ন বাঁধের ভাঙন দিয়ে প্রচুর কচুরিপানা প্রবেশ করে মাঠে। এসব কচুরিপানা প্রবেশের পর তা আর বের হয়নি। ফলে এ কচুরিপানাগুলো আবাদি জমিতে আটকা পড়ে যায়। উপজেলার কাঁন্দওলমা, বাঁকিওলমা, বিপ্রবোয়ালিয়া, পবনডাঙ্গা, ভোঁপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের আবাদি জমিতে প্রচুর কচুরিপানা আটকে পড়েছে। ফলে এসব কচুরিপানা পরিষ্কার করে জমিগুলো বোরো চাষের উপযোগী করতে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর