শিরোনাম
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রকল্পের মেরামত কাজের টেন্ডারে অনিয়ম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে একটি আবাসন প্রকল্পের মেরামত ঠিকাদারি কাজ টেন্ডারে অনিয়ম করার অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না কওে কোনো প্রকার টেন্ডার ছাড়াই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করানো হচ্ছে। অভিযোগে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের মুক্তাঙ্গন আবাসন প্রকল্পের  মেরামতের জন্য ১৫ লাখ টাকা বিদেশি দাতা সংস্থা জাইকা বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী কাজটির জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। কিন্তু নিয়ম না মেনে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিনা টেন্ডারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্য ঠিকাদাররা।  কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, মহেশপুর এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশ থাকতে পারে।

এ কারণে বিনা টেন্ডারে কাজ করার অনুমতি দেওয়া হয়ে থাকতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একইভাবে গত ২ মাস আগে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাত এডিপির অর্থায়নে রাস্তা সলিং কাজের  ৮০ লাখ টাকা যেনতেনভাবে কাজ করে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কাজ পাওয়া ঠিকাদার মনিরুল ইসলাম খান জানান, ঘূর্ণিঝড় আম্ফানে আবাসন প্রকল্পের ৩টি সেটের ওপরে টিন, বেড়া, দরজা, জানালাসহ অ্যাংগেল পর্যন্ত উড়ে গেছে। তড়িঘড়ি করে আবাসনের মেরামত কাজ শুরু করা হয়েছে। এখানে কোনো বিজ্ঞপ্তি না দিলেও চলে। তবে বিধি অনুযায়ী উপজেলা এলজিইডি অফিস আমাকে টেন্ডার নোটিস দিয়েছেন। এরপর আমি টেন্ডারে অংশগ্রহণ করে কাজটি পেয়েছি। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল বলেন, টেন্ডার কমিটি করেই কাজটি দেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর