শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যশোর সীমান্তে দেড় কেজি সোনার বার উদ্ধার : আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৩টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। সোনার বারগুলো আশিকুর রহমান নামে এক যাত্রীর কোমরের বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ছিল। বিজিবির যশোরের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী এলাকায় যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ সময় আশিকুর রহমান নামে এক যাত্রীর কোমরের  বেল্ট থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ১.৪৭৩ কেজি ও মূল্য এক কোটি ৯ লাখ টাকা।

 এ ব্যাপারে বাসযাত্রী আশিকুর রহমানকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি কমান্ডার। আশিকুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

সর্বশেষ খবর