শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু হত্যা, বাবা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি করে হত্যার অভিযোগে বাবা সুজন খানকে গতকাল গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানায়। আদালত পরশু রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ অভিযুক্তের দায় স্বীকারের বরাত দিয়ে জানায়, ‘প্রতিপক্ষকে ফাঁসাতে তিনি এ কাজ করেছেন। শিশুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। সুজনের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে হাতুড়িটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহত শিশুর চাচা রিপন খান ও ফুপা হাসিব শেখকে আটক করে তাদের ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বুধবার বিকালে ময়নাতদন্ত শেষে ১৭ দিন বয়সী নবজাতক সানজিদার দাফন শেষে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, চাচা ও ফুপাকে থানায় নিয়ে আসে পুলিশ। মায়ের কোলে ঘুমিয়ে থাকা অবস্থায় সানজিদা রবিবার রাতে নিখোঁজ হয়। তিন দিন পর বুধবার সকালে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার রাতে শিশু চুরির ঘটনায় দাদা আলী হোসেন খান মোরেলগঞ্জ থানায় মামলা করেন। ওসি জানান, জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে সুজন তার শিশুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, ময়নাতদন্ত করা চিকিৎসকরা তাকে জানিয়েছেন, মাথায় ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে। পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেলেও লাশের পেটে পানি পাওয়া যায়নি।

সর্বশেষ খবর