শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সদরপুরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ৩

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামে অ্যাসিড নিক্ষেপ ঘটনার ৩ দিন পর গত বৃহস্পতিবার রাতে গোপাল দাসের কাকা পরিমলচন্দ্র দাস বাদী হয়ে ৫ জনকে আসামি করে  থানায় একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি লক্ষণ কর্মকার, দেবাশীষ কর্মকার ও রিতা কর্মকারকে পুলিশ গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চরব্রাহ্মণদী গ্রামের গোপাল দাসের সঙ্গে প্রতিবেশী সুশান্ত কর্মকারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় মালোপাড়ায় কার্তিকপূজা উপলক্ষে প্রতিমা প্রতিযোগিতা লটারির আয়োজন অনুষ্ঠানে পুরস্কার জেতা নিয়ে গোপাল দাস ও সুশান্ত কর্মকারের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব কর্মকারের বাড়িতে মীমাংসার জন্য দুই পক্ষ উপস্থিত হয়। রাত সাড়ে ১১টার দিকে শালিসের একপর্যায়ে মারামারিতে সুশান্ত কর্মকারের পরিবারের ৪ জন আহত হন।

পরবর্তীতে গোপাল দাসের পরিবারের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। প্রতিপক্ষের অ্যাসিড নিক্ষেপে গোপাল দাস, বাপন দাস ও তপন দাসের মুখম ল ঝলসে যায়। পরে উভয়পক্ষের আহতদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অ্যাসিডদগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সদরপুর থানার অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী তিনি বলেন, গোপাল দাসের কাকা পরিমলচন্দ্র দাস বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার হয়।

 

 

সর্বশেষ খবর