সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উন্নয়নের নামে কাটা হয়েছে বাগানের গাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি

উন্নয়নের নামে কাটা হয়েছে বাগানের গাছ

সিরাজগঞ্জে উন্নয়নের নামে বাগানের ৭৬টি ছোটবড় গাছ কাটার অভিযোগ উঠেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নানের বিরুদ্ধে। এ নিয়ে পরিবেশবাদী সংগঠনসহ খোদ পিজিসিএল কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় সিরাজগঞ্জের নলকায় জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ এবং পরিবেশ রক্ষার জন্য ফলদ ও বনজ বাগান করা হয়। সেতুর কাজ শেষ হওয়ার পর প্রায় ২৩ বছর আগে ওই ভবন এবং বাগান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিকে হস্তান্তর করা হয়। এরপর থেকে বাগানের গাছগুলো ফল দেওয়াসহ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। এ অবস্থায় হঠাৎ ঝরে পড়া, মরা ও উন্নয়ন কাজের জন্য কর্তনকৃত ও কর্তনযোগ্য নাম ব্যবহার করে গাছ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত সপ্তাহ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করেছে। গাছগুলোর মধ্যে ৭৬টি তাজা ছোট-বড় ও ঝরে পড়ার ৫২টি টুকরো রয়েছে। পিজিসিএল ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান জানান, উন্নয়ন কাজের জন্য গাছগুলো কাটা হচ্ছে। কমিটির মাধ্যমে গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। তারপরও কোনো অভিযোগ থাকলে লিখিত জানাতে হবে।

সর্বশেষ খবর