সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

ঘর পাচ্ছেন সেই বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনে ‘বৃষ্টিতে ভেঙে গেছে ঘর দ্বারে দ্বারে ঘুরে হতাশ মর্জিনা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের দৃিষ্টগোচর হয়। তিনি মর্জিনা  বেগমকে (৭০) একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। গতকাল জেলা প্রশাসকের নির্দেশে সদরের ইউএনও আব্দুল্লাহ আল মামুন বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন। এ সময় ইউএনও বৃদ্ধাকে দুই মাসের মধ্যে একটি পাকা ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃদ্ধা মর্জিনা বেগমের ঘর ভেঙে পড়ার পর ডিসি মহোদয়ের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তাঁর পুরো ঘর ভেঙে যায়। নতুন করে ঘর বানানোর সামর্থ্য ছিল না। তাই দুই মাসের মধ্যে মর্জিনা  বেগমকে পাকাঘর তৈরি করে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর