সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পিসিআর ল্যাব ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শহরের পাওয়ারহাউস-সংলগ্ন ব্রিজের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন  অ্যাড. ওসমান গনি। বক্তারা বলেন সাতক্ষীরায় অর্থনৈতিক জোন হলে জেলার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। সাতক্ষীরায় করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব দিয়েছেন প্রধানমন্ত্রী। দুঃখের বিষয় প্রায় আড়াই মাস ল্যাবের মেশিনপত্র  হাসপাতালের বারান্দায় পড়ে আছে।

সর্বশেষ খবর