মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কের পাশে মাসকলাই চাষ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে পতিত জমি আর গ্রামীণ সড়কের দুধারে দেখা মিলছে মাসকলাই চাষ। উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে প্রায় বিলুপ্ত হওয়া মাসকলাই চাষ নতুন সম্ভবনার পথ দেখাচ্ছে। অল্প খরচে লাভ  বেশি হওয়ায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন সড়কের পাশে মাসকলাই চাষ করেছে স্থানীয় কৃষক। সরেজমিন দেখা যায়, উপজেলার ধুরাইল, শাকুয়াই, বিলডোরা, জুগলীসহ কিছু ইউনিয়নের গ্রামীণ সড়কের পাশে কৃষকরা মাসকালাই চাষ করেছেন। এক সময় বছরে দু-একটা আবাদ করা হতো। বর্তমানে ব্যাপকভাবে মাসকলাই চাষ করা হচ্ছে। ফলে পাল্টে যাচ্ছে চাষাবাদের চিত্র। মাসকলাই চাষে সার ও পানির অল্প খরচ হয়। আর মাসকলাই চাষের পর বোরো আবাদের ভালো ফলন হওয়ায় কৃষকরা চাষাবাদের চিত্র পাল্টে ফেলেছেন। এ সময়ে বহু জমি পতিত থাকত। কিন্তু এখন সবাই ঝুঁকছেন মাসকলাই চাষে। সবুজের সমরোহে সড়কের ধারে জেগে ওঠা মাসকলাই চাষে এবার এনে দেবে নতুন গতি। সীমান্তবর্তী উপজেলায় ধান চাষের ওপর নির্ভরশীল অন্তত দুই শতাধিক কৃষক আশাতীত লাভবান হবেন ধারণা করা হচ্ছে। আগামী মৌসুমেও উপজেলার কাঁচা ও পাকা সড়কের ধারে মাসকলাই আবাদ সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের এ বিষয়ে উদ্বুদ্ধ ও পরামর্শ করা হচ্ছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর