মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাত দিনের কর্মবিরতিতে কালেক্টরেট কর্মচারী

কুমিল্লা প্রতিনিধি

সচিবালয়ের মতো পদোন্নতির দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের সঙ্গে কুমিল্লায় সপ্তম দিনের মতো গতকাল পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশের সব কালেক্টরেটে কর্মরত জেলা-উপজেলার কর্মচারীরা একযোগে সচিবালয়ের মতো পদোন্নতি ও গ্রেড উন্নতির দাবিতে এ কর্মবিরতি পালন করে আসছেন। কুমিল্লা কালেক্টরেটে কর্মচারীরা সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মসূচিতে যোগ দেন। তারা মিছিল ও মানববন্ধন করেন। প্রতিদিন বিকালে কেন্দ্রীয় কমিটির নেতারা জুম মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

গতকাল বক্তব্য দেন বাকাসস কুমিল্লা জেলা সভাপতি আবু হানিফ, সিনিয়র সহসভাপতি সুলতান মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক হেলাল প্রমুখ। আরিফুর রহমান বলেন, তাদের পদোন্নতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর এ আদেশগুলো আজও প্রতিপালন করা হয়নি। ১৫-৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা। এর মধ্যে দাবি পূরণ না হলে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ খবর