শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যর্থ চাল সংগ্রহ অভিযান

ভোগান্তি ও বাড়তি টাকা আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় খাদ্য বিভাগের ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়নি। বোরো মৌসুমে চাল মিল মালিকদের কাছ থেকে বাড়তি টাকা দাবি করায় এমন পরিবেশের সৃষ্টি হয়। ফলে ঠাকুরগাঁওয়ে খাদ্য বিভাগ চাল কল মালিকদের সঙ্গে সরবরাহের চুক্তি করেও লাভ হয়নি। শর্ত ভঙ্গ করে এক ছটাকও চাল দেয়নি ৮৬০ জন চাল কল মালিক। সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার পেছনে চালের বাজার দর ঊর্ধ্বমুখী, খাদ্য বিভাগের মোটা অঙ্কের ঘুষ আদায়, অসহযোগিতা আর হয়রানি করার কারণ বলে দাবি করছেন মিল মালিকরা।  অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্যনিয়ন্ত্রক বলছেন, এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সদ্য শেষ হওয়া জেলা খাদ্যবিভাগের বোরো ধান সংগ্রহের  লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৩০৯ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে মাত্র ২ হাজার ১৩২ মেট্রিক টন ধান। আর ৩২ হাজার ৮৬৬ মেট্রিক টন চাল সংগ্রহ হওয়ার কথা থাকলেও, হয়েছে মাত্র ১৭ হাজার ৭২২ মেট্রিক টন চাল। শেষ হওয়া বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার পেছনে খাদ্যের কর্মকর্তাদের উৎকোচকে দায়ী করছেন মিল মালিকরা।

সর্বশেষ খবর