মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘ন্যায্য দাম পাচ্ছেন বলেই কৃষক ধান উৎপাদনে আগ্রহী’

নওগাঁ প্রতিনিধি

ধানের ন্যায্য দাম পাচ্ছেন বলেই কৃষক ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন। প্রধানমন্ত্রীর আহ্বান এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে। ফলে কৃষকের মাঝে ভুট্টা ও গমের বীজ বিতরণ করা হয়েছে। গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি হয়। কৃষক জমি খালি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম, ভুট্টা চাষ করে লাভবান হতে পারেন। জাতীয়ভাবেও লাভবান হব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি।

গতকাল দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ সালে রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর এ মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর