মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আইনজীবী সমিতির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের নেতারা। অতীতের মতো ভোটের এক দিন আগে ব্যালট ছাপাসহ ১২ দফা দাবিতে আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইনজীবী ঐক্য পরিষদের নেতারা এসব কথা জানান। দাবি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট গাজী আবদুল বারী। ২৯ নভেম্বর ভোট।

জানা যায়, নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি বছর ভোটের এক দিন আগে ব্যালট ছাপাখানা থেকে এনে সংরক্ষিত রাখা হয়। কিন্তু এবার ভোটের ১০ দিন আগে ব্যালট ছাপিয়ে বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছে। যারা নির্বাচনে এবারও প্রতিপক্ষ প্যানেলের একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ব্যালটের গোপনীয়তা ভঙ্গ হয়েছে জানিয়ে ঐক্য পরিষদের আহ্বায়ক গাজী আবদুল বারী বলেন, এ বিষয়ে আপত্তি জানানো হলেও নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেনি। তিনি বলেন, নির্বাচন চলাকালে প্রার্থীদের কেন্দ্রের ভিতর অবস্থান না করা, কেউ প্রকাশ্যে ভোট দিলে বা বাধ্য করা হলে ব্যালট বাতিল করা, ব্যালট নিয়ে কেন্দ্রের বাইরে না যাওয়া, কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ ১২ দফা দাবি জানানো হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত না নিলে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত আলী মোল্লা জানান, গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই প্যানেলের প্রতিনিধির সমন্বয়ে ব্যালট সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর