বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্বনাথে আমনের বাম্পার ফলন

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কিষান-কিষানির মুখে। তিন দফা বন্যায় আমন আবাদে ভোগান্তি হলেও ফলন ভালো হওয়ায় খুশি তারা। ইতিমধ্যে অনেকে শুরু করেছেন ধান কাটা। কেউ নিচ্ছেন ধান তোলার প্রস্তুতি। চলছে মাড়াই-ঝাড়াই ও শুকানোর আয়োজন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বিশ্বনাথের আট ইউনিয়নে এ বছর আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়ে ছিল ১৩ হাজার ২০৫ হেক্টর জমি। এর মধ্যে আমন রোপণের সময় তিন দফা বন্যার মুখে পড়েন কৃষকরা। বার বার পানিতে তলিয়ে যায় বীজতলা। পরে পানি নামলে ফের চারা উৎপাদন করেন তারা। রোপণ করেন বিআর ১১, ব্রি ধান-৫১-৫২-৩২-৩৪-৩৯, বিনা-৭-১১-১৬-১৭ ও নতুন জাতের ব্রি ধান ৮৭ ও ৭২। এর মধ্যে ব্রি ৮৭ জাতের ধানের ফলন সবচেয়ে ভালো হয়েছে।

অন্য বছর ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ এবং রোগবালাই দেখা দিলেও চলতি বছর এ সবের উপদ্রব ছিল কম। ভালো ফলন হওয়ায় পেছনে বন্যায় জমিতে পলি পড়াও অন্যতম কারণ। বাউসী গ্রামের কৃষক মতিন মিয়া জানান, বন্যা ও বৃষ্টির কারণে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। যে আশায় এত পরিশ্রম করেছি তা পূর্ণ হয়েছে। আশা রাখি খরচ পুষিয়ে লাভ হবে। বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বন্যায় প্রাথমিকভাবে চারা উৎপাদনের সময় কিছু সমস্যা হয়েছিল। নষ্ট হয় বীজতলাও। পরে আর সমস্যায় পড়তে হয়নি। বৃষ্টি থাকায় ধানের গাছও দ্রুত বড় হয়েছে।

সর্বশেষ খবর