বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১৫ বছরেও চালু হয়নি ডাকঘর

লাকসাম প্রতিনিধি

২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা। প্রতিষ্ঠার ১৫ বছরেও এ উপজেলায় চালু হয়নি ডাকঘরের পূর্ণাঙ্গ সেবা। জনবল সংকট ও নিজস্ব পোস্টাল কোড না থাকায় ডাক বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে জোড়াতালি দিয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৬ পোস্ট অফিসের মধ্যে মনোহরগঞ্জ বাজার, নরহরিপুর, হাসনাবাদ, বাইশগাঁও, দাদঘর, নোয়াগাঁও, পোমগাঁও, কাশিপুর ও আমতলী বাজার পোস্ট অফিস ১৫ বছরের বেশি সময় ধরে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী সাব-পোস্ট অফিসের অধীনে রয়েছে। অন্যদিকে লাল চাঁদপুর, ইকবালনগর, লক্ষণপুর বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার ও ভোগই পোস্ট অফিস আছে লাকসাম উপজেলার অধীনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর