বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বেহাল ১৩০ কিমি সড়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বেহাল ১৩০ কিমি সড়ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রায় ১৩০ কিলোমিটার পাকা সড়ক চলার অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে লাখ লাখ মানুষ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি। খানাখন্দে ভরা এসব সড়কে গত সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল উপজেলার বারিকবাজার-সোনাপুর ভাঙা সাঁকো এলাকায় নয়জন ধান কাটা শ্রমিক ভটভটি উল্টে নিহত হন। ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এমারুল ইসলাম ও আলিম হোসেন বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে ধান কাটা শেষে মজুরির ১৫০ মণ ধান নিয়ে নসিমনযোগে চালকসহ ১৬ জন বাড়ি ফিরছিলাম। পথে সোনাপুর গ্রামের ভাঙা রাস্তায় পৌঁছালে গর্তের পানিতে পড়ে উল্টে যায় নসিমনটি।’ এর আগে সোমবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একজন। ওই দিন কানসাট থেকে গোমস্তাপুর আঞ্চলিক সড়কে ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হন। জানা যায়, মনাকষা থেকে সাহাপাড়া বাজার পর্যন্ত ৭, সাহাপাড়া নুরেশের বাড়ি থেকে মাসুদপুর বিওপি পর্যন্ত ৫, মনাকষা ঈদগাহ মোড় থেকে শিবগঞ্জ মনাকষা মোড় পর্যন্ত ৯, শিবগঞ্জ ইসরাইল মোড় থেকে ধাইনগর পর্যন্ত ১০, মনাকষা বাজার থেকে বিনোদপুর খাসের হাট পর্যন্ত ৫, খাসের হাট থেকে কানসাট পর্যন্ত ১০, খাসের হাট চামাপাড়া থেকে তেলকুপি বিওপি পর্যন্ত ৬, তেলকুপি বিওপি থেকে কিরণগঞ্জ বিওপি পর্যন্ত ৫ কিমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর