বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সন্তান প্রতিবন্ধী হওয়ায় স্ত্রীকে তালাক!

পাবনা প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ায় পাবনার চাটমোহরে দুলালী খাতুন নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। গত পাঁচ মাস আগে কাজী অফিসে এসে তালাক দেওয়ার পর কাগজ নিজের কাছে গোপন করে রাখে স্বামী আল-আমিন। গত শনিবার ডাকযোগে তালাক নোটিস পান দুলালী। এমন অমানবিক আচরণে বিস্মিত এলাকার মানুষ। তারা আল-আমিনের বিচার দাবি করেছেন। দুলালীর মা জানান, বিয়ের দুই বছর পর দুলালী ছেলে সন্তান জন্ম দেয়। সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দুলালীর জীবনে অভিশাপ নেমে আসে। এর জন্য দুলালীকে দায়ী করে আল-আমিন ও তার পরিবার। দুলালীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। বাবার বাড়ি ফিরে বিচার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ গ্রামপ্রধানদের কাছে দুলালী ধরনা দিয়েও প্রতিকার পাননি। এরই মধ্যে সম্প্রতি আল-আমিন ডাকযোগে তালাক নোটিস পাঠায়। দুলালী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়া কী আমার অপরাধ? আমি এর ন্যায় বিচার চাই।’ আল-আমিন হোসেন বলেন, ‘প্রতিবন্ধী সন্তানের জন্য তালাক দেইনি।

কার্যকলাপের কারণে তালাক দিয়েছি। ছেলে যেহেতু আমার, সেহেতু তার দায়িত্বও আমার।’

চাটমোহরের ইউএনও সৈকত ইসলাম বলেন, ‘স্বামী বা স্ত্রী যে কেউ তালাক দিতে পারে। তবে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার কারণে যদি এমন ঘটনা ঘটে তবে তা অমানবিক।

সর্বশেষ খবর