বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আয়বহির্ভূত সম্পদ

খুলনা কাস্টমস কর্মচারীর ১৩ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস হাউসের তৃতীয় শ্রেণির কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদন্ড  দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, রাফেজা চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন।

 তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়। রায় ঘোষণার পর তাকে খুলনা কারাগারে নেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এম এম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তার বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে।

সর্বশেষ খবর