বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কর্মসংস্থান কর্মসূচিতে ১৬ হাজার শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনাভাইরাসের সময় বেকার ও হতদরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় এসেছে জেলার ১৬ হাজার ১৩৬ জন শ্রমিক। দৈনিক ২০০ মজুরিতে কাজ করবেন তারা। কর্মসূচির আওতায় জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৩ কোটি। জানা যায়, সরকারিভাবে দিনমজুরদের অফ সিজনে সহায়তা করতে দৈনিক কাজের জন্য ২০০ টাকা দেওয়া হবে। জেলার ১২ উপজেলায় এ ৩৯০ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ১৬ হাজার ১৩৬ জন উপকারভোগী শ্রমিককে দৈনিক মজুরি হিসেবে ১৩ কোটি টাকা প্রদান করা হবে।

 প্রত্যেক শ্রমিক ৪০ দিন করে কাজ করতে পারবেন। আবার বরাদ্দ পেলে কর্মসূচির সময়সীমা বাড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত শ্রমিকরা নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা এ টাকা তুলতে পারবেন। দৈনিক ২০০ হারে সপ্তাহের পাঁচ দিন কাজ করবেন তারা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, সরকারের এ উদ্যোগের ফলে কাজের মৌসুমের বাইরে সপ্তাহে ৭৫০ টাকা হারে প্রত্যেক অতিদরিদ্র মজুর ব্যাংক থেকে পাবেন। প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে টাকার পরিমাণ আরও বাড়বে। আদমদীঘিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ গতকাল উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরি গ্রামে উদ্বোধন করেন ইউএনও সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান শামসুল হক খন্দকার প্রমুখ। আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়নসূত্র জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৮৪৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৬টি ইউনিয়নে ৩টি করে ১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক দিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবেন ২০০ টাকা। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, কর্মসূচি হতদরিদ্রদের জন্য। করোনাকালে সরকারের একটি ভালো উদ্যোগ এটি। ১৪ নভেম্বর শুরু হয়েছে কর্মসূচি। শেষ হবে ৪০ দিন পর।

সর্বশেষ খবর