বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কাজ শেষ হওয়ার আগেই মহাসড়কে ফাটল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

কাজ শেষ হওয়ার আগেই মহাসড়কে ফাটল

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড-মুন্সীগঞ্জ মহাসড়ক বর্ধিতকরণ কাজ শেষ হওয়ার আগেই গাইডওয়ালে ফাটল ধরেছে। এতে প্রায় এক কিলোমিটার ওয়াল ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, ফাটল ধরা গাইডওয়াল মেরামতের কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ২০-২৫ জন শ্রমিক। স্থানীয় আজমত বেপারী জানান, ভবেরচর-মুন্সীগঞ্জ সদর মহাসড়ক বর্ধিত রাস্তার কাজ হচ্ছে খুবই নিম্নমানের। সঠিকভাবে তদারকি না করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাই টেকের কর্মচারী তাহের জানান, গাইডওয়াল পুনর্নির্মাণ করছেন শ্রমিকরা। কোম্পানির ইঞ্জিনিয়ারদের নাম-মোবাইল আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী জানান, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচালককে জানানো হয়েছে। সওজের নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম জানান, গাইড ওয়ালের পাতলা আস্তরণে ফাটল ধরেছে। কাজ নিম্নমানের হয় নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনঃমেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর