বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যায় গ্রেফতার আরও ১

লালমনিরহাট প্রতিনিধি

বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যায় গ্রেফতার আরও ১

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় আরও দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে এ পর্যন্ত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে এই ঘটনায় বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে ফরিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আমলি আদালত ৩ এর বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌসী বেগম দুজনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন, বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জি এম মানিক (৪৪) ও বামনদল গ্রামের পরমদ্দিনের ছেলে আবু কালাম ওরফে গামছা কামাল (৩০)। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী জানান, বহুল আলোচিত জুয়েল হত্যা ও ভাঙচুরের তিন মামলায় অজ্ঞাত নামীয় আসামি জি এম মানিক ও আবুল কালামকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে বহুল আলোচিত এ মামলায় বিভিন্ন মেয়াদে আদালত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে ফরিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে তাকেও আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ নিয়ে আলোচিত এ মামলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ খবর