শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জরুরি সেবায় বগুড়ার পুলিশ পেল তিন গাড়ি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে বগুড়ায় তিনটি পিকআপ ভ্যান যুক্ত হয়েছে। গতকাল দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এই গাড়ির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। ডিআইজ আবদুল বাতেন বলেন, তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ সেবা পদ্ধতি চালু করা হয়। এরপর থেকে দেশে জরুরি সেবা ৯৯৯-এ এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ কল এসেছে।

 পুলিশ কলগুলোতে দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় সেবা দিয়েছে। জরুরি সেবা ৯৯৯-এ যে কল আসবে সেই সমস্যা সমাধানে গাড়িগুলো ব্যবহার করা হবে।

জেলা পুলিশ সূত্র জানায়, বগুড়ায় জরুরি সেবা ৯৯৯-এ দৈনিক গড়ে ১০০টি ফোন করে জনসাধারণ। জেলা পুলিশ সাধ্যমতো সেবাও দিয়ে থাকে। নতুন গাড়িগুলো শুধু ৯৯৯-এ যে কল আসবে তার সেবায় ব্যবহার করা হবে। দেশের মধ্যে বগুড়ায় প্রথম এই জরুরি সেবার গাড়ি ব্যবস্থা চালু হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, আবদুর রশিদ, সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, ফয়সাল মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর