শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কের বেহালদশা

ফরিদপুর প্রতিনিধি

সড়কের বেহালদশা

ফরিদপুর জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কয়েকশ কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক দফা বন্যার কারণে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও তা এখনো মেরামত করা হয়নি। ফলে ভাঙাচোরা ও খানা-খন্দকের কারণে এসব রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এ ছাড়া পদ্মা, কুমার ও আড়িয়াল খাঁ নদের ভাঙনের কারণে কয়েক কিলোমিটার রাস্তা ভেঙে ও দেবে যাওয়ার কারণে চরম বিড়ম্বনার মধ্য দিয়ে মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ফরিদপুর পৌরসভার ঝিলটুলী, লক্ষ্মীপুর, পূর্বখাবাসপুর, গোয়ালচামট, আলীপুর, বায়তুল আমানসহ বিভিন্ন রাস্তা খানাখন্দক থাকলেও দেখার কেউ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহালদশা থাকার পরও কর্তৃপক্ষ নজর না দেওয়ার কারণে ভোগান্তি বাড়ছে। এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ফরিদপুর শহরের টেপাখোলা থেকে সিএন্ডবি ঘাট এলাকা পর্যন্ত পুরো রাস্তাটির বেহালদশা। এখান দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ফরিদপুর শহরের কুমার নদের পাড় সংলগ্ন গৃহলক্ষ্মীপুর এলাকার একটি রাস্তা ভেঙে দেবে যাওয়ায় সেখান দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বেশ কয়েক দিন ধরে রাস্তাটি ভেঙে যাওয়ার পরও রাস্তাটি চলাচলের উপযোগী করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে চাঁদহাট বাজারের ৯ কিলোমিটার এলাকার বেশিরভাগ রাস্তাটিই খানা খন্দকে ভরা। এ ছাড়া চাঁদহাট বাজার থেকে আশফরদী পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটিরও বেহালদশা। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হলেও কর্তৃপক্ষ সংস্কার না করায় এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এবারের কয়েক দফা বন্যার কারণে ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকা থেকে শুরু করে সদরপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তার দুই পাশের অধিকাংশ স্থানে ভেঙে গেছে। ফলে এসব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের বালিয়াকান্দি ভায়া মেঘচামী ইউনিয়ন পরিষদ পর্যন্ত। প্রায় ৬ কিলোমিটার জুড়ে এ সড়কটির বেশির ভাগ অংশই খানাখন্দক ও কয়েকটি বড় গর্ত হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেঘচামী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অদূরে বিল আড়–লিয়া বাজার এলাকায় বড় ধরনের গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

মাঝে মধ্যেই এ সড়কের গর্তে পড়ে বিকল হচ্ছে ছোট বড় যানবাহন। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে কাদা-পানিতে পড়ে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। বিশেষ করে যারা ভ্যান ও সাইকেল নিয়ে চলাচল করেন তারাই পড়েন সবচেয়ে বেশি বিপদে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এ সড়কের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বড় গর্তের সৃষ্টি হওয়ায় ট্রাক উল্টে পড়ার ঘটনাও ঘটেছে। চরবামুন্দি, সাইনবোর্ড, রামদিয়া ছোট ব্রিজ এলাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে এ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি। ফলে দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহালদশায় রয়েছে। দ্রুতই সড়কটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর