শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চান্দু কবিরাজের শখের সংগ্রহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

পুরনো দিনের নামি-দামি জিনিসের এক বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আলী আহম্মদ চান্দু নামে এক কবিরাজ। দেশ বিদেশের যেখানেই গেছেন, নিয়ে এসেছেন পুরনো দিনের জিনিসপত্র। যেগুলোর বেশিরভাগই আজ হারিয়ে যেতে বসেছে। চান্দু কবিরাজের সংগ্রহের মধ্যে রয়েছে বিলুপ্ত প্রায় কলেরগান বা গ্রামোফোন, পুরনো ধাতব ও কাগজের মুদ্রা, পুরনো জাহাজের বাতি, ব্রিটিশ আমলের ক্যামেরা, দূরবীণ, কাঁচের বোতলসহ অনেক কিছু।

তার সংগ্রহে রয়েছে ঔষধি গাছেরও বিপুল সমারোহ। হোমিও চিকিৎসার পাশাপাশি ভেষজ ঔষধি গাছ-গাছরা দিয়ে তিনি চিকিৎসা করে থাকেন।

চান্দু কবিরাজ বলেন, ছোটবেলা থেকেই সংগ্রহের নেশা তার। এখনো পুরনো কোনো কিছুর খোঁজ পেলে ছুটে যান সেখানে। সংগ্রহের এ ভান্ডার দিয়ে তিনি নিজ এলাকায় একটি জাদুঘর প্রতিষ্ঠা করতে চান।

সর্বশেষ খবর