শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বালু তুলতে পদ্মা ভরাট করে রাস্তা গড়ছেন কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বালু পরিবহনে এবার পদ্মা নদীর গতিপথ পরিবর্তন করে রাস্তা নির্মাণ করছেন সিটি করপোরেশনের এক কাউন্সিলর।  সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ রজব আলী নদী ভরাট করে  রাস্তা নির্মাণের কাজটি করছেন। রজব আলী এ বছর রাজশাহীর দিয়াড়খিদিরপুর ও চরশ্যামপুর  বালুমহাল ইজারা নিয়েছেন।

সূত্র জানায়, নগরীর তালাইমারী ঘাট থেকে কিছুটা দূরে পদ্মা নদীর চর জেগেছে। ওই চরের পরে (দক্ষিণে) নদীর মূল ধারা প্রবাহিত। ওই চরে ড্রেজিং করে বালু মজুদ করা হচ্ছে। সেখান থেকে সরাসরি ট্রাকে করে বালু আনতে পদ্মা ভরাট করে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরি করতে গত মঙ্গলবার থেকে নদীর বাম তীর থেকে ইট ও কংক্রিটের বর্জ্য ফেলার কাজ চলছে। স্থানীয়রা জানায়, গত বছর একইভাবে নদী ভরাট করে রাস্তা করা হয়েছিল। এলাকাবাসী ও পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন তালাইমারী ঘাট দিয়ে বালু তোলা বন্ধ করে দিয়েছিল।  হাই কোর্টের সেই আদেশ এখনো বহাল আছে। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইজারাদার ও কাউন্সিলর রজব আলী বলেন, বালু তুলে ঘাটে নিয়ে আসার জন্য একটা রাস্তা তৈরি করছি। সেখানে এখন নদী নেই। আরএস খতিয়ানে রাস্তা হিসেবেই উল্লেখ আছে। কোনো অনিয়ম করছি না।’

সর্বশেষ খবর