রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আজ দুবলার চরে রাস পূর্ণিমা পূজা

সুন্দরবনের পথে পুণ্যার্থীরা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের পথে পুণ্যার্থীরা

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আজ রাতে রাস পূর্ণিমার পূজা ও সোমবার ভোরে জোয়ারে পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এবারের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে সুন্দরবন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে গতকাল দুবলার চরের আলোরকোলে রওনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে শুক্রবার বিকাল বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলায় সুন্দরবন উপকূলে নৌযান নিয়ে জড়ো হন  হিন্দু ধর্মাবলম্বী পুণার্থীরা। এসব হিন্দু পুণ্যার্থীরা গতকাল সকাল থেকে নিদৃষ্ট ৫টি রুট দিয়ে সুন্দরবনের দুবলার চরে যাওয়া শুরু করেছেন। এই ৫টি রুটের মধ্যে রয়েছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলার বগি-বলেশ্বর হয়ে দুবলা ও  মোংলার পশুর নদী হয়ে সরাসরি দুবলা, এই দুই পথ দিয়ে বন বিভাগের বেঁধে দেওয়া করোনা বিধিনিষেধ মেনে দুবলার চরে যেতে হবে পুর্ণ্যার্থীদের। এ ছাড়া পশ্চিম সুন্দরবন দিয়েও যাওয়ার জন্য রয়েছে আরও তিনটি পথ। এই পাঁচটি পথের বাঁকে বাঁকে থাকবে বন বিভাগের তল্লাশি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই পথ ব্যতিরেকে অন্যপথে চোরাইভাবে কেউ যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বন বিভাগ। তবে, এবার করোনা পরিস্থিতির কারণে রাস উৎসব উপলক্ষে হচ্ছে না কোনো মেলা। শুধু হিন্দু পুণ্যার্থীদের অংশগ্রহণ করতে পারবেন রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে। এবার সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আগত পুণ্যার্থীদের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল শুরু করেছে  কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও বেলায়েত হোসেন জানান, প্রতি বছর কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস পূজা ও স্নান উদযাপিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস পূজায় যোগ দিয়ে থাকেন। তবে, করোনা পরিস্থিতির কারণে এবার শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও পুণ্যস্নানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 এই সময়ে দুবলার চরে যেতে পারবে না কোনো পর্যটক ও সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ। আজ সন্ধ্যায় সুন্দরবনের দুবলারচরে রাস পূজা ও আগামীকাল সকালে বঙ্গোপসাগরে প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে রাস পূজা শেষ হবে। তিনি আরও বলেন, এর আগে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এবারের মতো শুধু রাস পূজা ও পুণ্যস্নান হয়েছে। গতবারের মতো এবারও হচ্ছে না কোনো মেলা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের  জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, রাস পূর্ণিমা উৎসব উদযাপনে কোস্টগার্ডের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি র‌্যাব, বনবিভাগ, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ খবর