রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়কে ছয় ইউনিয়নবাসীর ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়কে ছয় ইউনিয়নবাসীর ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে নবীনগর উপজেলার একমাত্র যোগাযোগের রাস্তা মহেশ সড়কের বেহাল দশার কারণে ছয় ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নবীনগর উপজেলার বিটঘর থেকে কুড়িঘর হয়ে রসুলপুর পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। এ সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ হলেও এখনো সড়কটি সংস্কর কাজ শুরু করেনি ঠিকাদার। প্রকল্পের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারিত রয়েছে। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়েছে। এখনো কাজ শুরু না হওয়ায় হতাশা ইউনিয়নবাসী। সরেজমিন দেখা যায়, সড়কের রসুলপুরে তিতাস নদীর ওপর নির্মিত ব্রিজ থেকে প্রায় দুই কিলোমিটার ইটের সলিং করা হয়েছে। কুড়িঘর অংশ থেকে বিটঘর পর্যন্ত পুরো সড়ক খানাখন্দে ভরা। উপজেলার বিদ্যাকুট গ্রামের আবদুল হক বলেন, রাস্তাটি দীর্ঘদিনের স্বপ্ন। তিতাস নদীর ওপর এখন ব্রিজ হয়েছে। রাস্তাটির বেহাল দশার কারণে তাদের স্বপ্ন আর পূরণ হলো না। সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, কোরবানির ঈদের আগে স্থানীয় এমপির নির্দেশে গর্তগুলো জরুরি ভিত্তিতে সমান করা হয়েছিল। কিছুদিন ট্রাক্টর বন্ধ ছিল। রাস্তার পাশের ইটভাটা ট্রাক্টর দিয়ে ইট পরিবহন করায় রাস্তাটি দ্রুত ভাঙছে। শান্তিপুর গ্রামের আবদুল আউয়াল ও আবদুল ওয়াদুদ বলেন, বড় বড় গর্তে প্রতিদিন গাড়ি উল্টে মানুষ আহত হয়।

কারও হাত পা-ভেঙে যায়। সংস্কারকাজটি দ্রুত শুরু করার দাবি জানান। শিবপুর ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশাযাত্রী মীনা বেগম বলেন, ঝুঁকি নিয়েই রাস্তা দিয়ে চলাচল করি। অটোরিচালক ইব্রাহিম মিয়া বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। গাড়ি চালিয়ে যা রোজগার করি তার বেশির ভাগ টাকা চলে যায় মেরামতে। সংস্কার প্রকল্পের ঠিকাদার খায়রুল হাসান জানান, বন বিভাগ রাস্তার পাশের গাছ না কাটায় কাজ শুরু করতে পারছি না। ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, করোনার কারণে গাছ নিলাম করতে বিলম্ব হয়েছে। এলজিইডি ব্রাহ্মণবাড়িয়া অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী শারিফুজ্জান বলেন, ২০১৯ সালের নভেম্বর মাস থেকে কাজ শুরু করে ২০২১ সালের মে মাসে শেষ করার কথা। করোনাভাইরাসের কারণে ঠিকাদার এখনো কাজ শুরু করেননি।

সর্বশেষ খবর