রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপের নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এর উদ্বোধন করেন। এই গ্যাস ক্ষেত্র থেকে আগে যেখানে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত। নতুন এই কূপটি আবিষ্কারের কারণে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সিনিয়র সচিব মো. আনিছুনার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ ও অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।

সর্বশেষ খবর