রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

লালমনিরহাটে বক্স কালভার্ট মেরামতে নিম্নমানের সামগ্রী

লালমনিরহাট প্রতিনিধি

জেলার হাতীবান্ধায় একটি বক্স কালভার্ট ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, উপজেলার সিংগীমারী ইউনিয়নের চাম্পাপুল এলাকায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্টটির মেরামতের কাজ পায় সৌদি ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি বাস্তবায়ন করছে সাব-ঠিকাদার লালমনিরহাট শহরের নরসিংদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফ। তবে স্থানীয় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি সে কাজটি দেখভাল করছেন। কিন্তু কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলছেন। আর স্থানীয়দের এমন অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তার উপস্থিতিতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাতের আঁধারে নামমাত্র ঢালাইয়ের কাজ সেরে নেন ঠিকাদারের লোকজন। এতে করে কালভার্টের মান ও টেকসই নিয়ে নানা প্রশ্ন উঠছে। সরেজমিন দেখা যায়, অপেক্ষাকৃত স্বল্প আলোয় ইটের খোয়া, বালু ও সিমেন্টের সংমিশ্রণ চলছে কালভার্টটির ঢালাইয়ের জন্য। পাশেই দাঁড়িয়ে আছেন ঠিকাদারের লোকজন ও উপজেলা প্রকৌশল অফিসের নিযুক্ত এক কর্মকর্তা। তবে রাতের আঁধারে এমন ঢালাইয়ের নিয়ম আছে কি না, জানতে চাওয়া হলে কোনো সদুত্তর মেলেনি তাদের কাছ থেকে। অপরদিকে স্থানীয়দের অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকাদারের লোকজন কারো কথায় কান না দিয়ে নি¤œমানের ইটের খোয়া, বালু ও সিমেন্ট দিয়ে কাজ করে যাচ্ছেন। এ নিয়ে কিছু বললেই চাঁদাবাজির মামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ তাদের।

সর্বশেষ খবর