রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়ক সম্প্রসারণ কাজে স্থবিরতা

নীলফামারী প্রতিনিধি

সড়ক সম্প্রসারণ কাজে স্থবিরতা

অর্থ বরাদ্দ না মেলায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী ২৬ কিলোমিটার দৈর্ঘ্যরে নীলফামারী-ডোমার সড়ক সম্প্রসারণ কাজে দেখা দিয়েছে স্থবিরতা। ২০ মাস আগে সড়কের দুই পাশে খনন করে রাখায় যানবাহন চালক আর পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৬ জন। সূত্র জানায়, প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট প্রস্থের এই সড়ক ৩৪ ফুটে উন্নীতকরণে গত বছরের ১ মার্চ নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের ৩০ জুন। কিন্তু ২০ মাস পেরিয়ে গেলেও সড়কের দুই পাশ খনন করা ছাড়া আর কোনো কাজের অগ্রগতি হয়নি। নীলফামারী সওজের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, যথাসময়ে অর্থ বরাদ্দ না মেলায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই অর্থ ছাড় পাওয়া গেলে কাজের গতি ত্বরান্বিত হবে।

সর্বশেষ খবর