রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাগুরায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ

মাগুরা প্রতিনিধি

রাজনৈতিক বিরোধের জেরে মাগুরা শহরে শুক্রবার রাতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে শহরে বেশ কিছু ককটেল বিস্ফোরণসহ জেলা বিএনপি কার্যালয়ে হামলা হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। তারা হলেন- যুবলীগ কর্মী মারুফ হোসেন (৩০) ও যুবদল নেতা মাহমুদুর রহমান শান্তি (২৭)।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, শহরের জেলাপাড়া এলাকায় মারুফের বাড়ির সামনে বেশ কিছুদিন ধরে মাদক কেনা-বেচা চলছে। এর প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক ও যুবদলের সন্ত্রাসীরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল জানান, কোনো বিরোধ ছাড়াই সরকারদলীয় সমর্থকরা শুক্রবার রাতে শহরের ভায়না এলাকায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জেলা যুবদলের সদস্য মাহমুদুর রহমান শান্তিকে কুপিয়ে জখম করে। এতে তার পা ও কাঁধসহ শরীরে জখম হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 এ ছাড়া হামলাকারীরা শহরের ইসলামপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, শুক্রবার রাতে হামলার ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। শহরের পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর