রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘মাস্ক না পরলে বাদাম বিক্রি হবে না’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি বাজারে এক বাদাম বিক্রেতার করোনাভাইরাস প্রতিরোধে ভিন্নধর্মী প্রচারণায় সবার দৃষ্টি কেড়েছে। বিক্রেতা মিজানুর রহমানের বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছেন। সেখানে লেখা, ‘মাস্ক ছাড়া বাদাম বিক্রয় হবে না।’ বিক্রেতার এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়ে বলছেন, এটা সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবে।  হাকিমপুরের হিলির মংলা বাজারে মিজানুর রহমানকে দেখা যায়, প্রতিদিন সন্ধ্যা থেকে ঠেলাগাড়ি করে অলিগলি ঘুরে বাদাম বিক্রি করতে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে তার ব্যবসা। শুক্রবার রাতে হিলি বাজারে বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করতে দেখা যায় মিজানুরকে। মিজানুর রহমান বলেন, দেশে আবারও করোনা আইছে।

ইউএনও স্যার, পৌর মেয়র বার বার কইছে, মাস্ক ছাড়া কেউ ব্যবসা করবেন না। আমার তো আর বড় দোকান নেই, তাই বুকে সাইন বোর্ড লিখে বাদাম বিক্রি করছি। ক্রেতারাও মিজানুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

সর্বশেষ খবর