সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অটোরিকশার আগুনে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সিএনজি অটোরিকশায় আগুন লেগে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের সামনে। দগ্ধরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার নূরুল্লাহর স্ত্রী লতিফা (৩৮), তার মেয়ে লিমা আক্তার (১৯) ও লিমার নানী দিলোয়ারা (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, লতিফা প্যারালাইজড রোগী। চিকিৎসার জন্য  তাকে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছলে হঠাৎ সিএনজিতে আগুন ধরে যায়। চালকসহ অন্যরা নেমে যেতে পারলেও লিমা, তার মা লতিফা ও নানী দিলোয়ারা দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আগুনে তাদের সঙ্গে থাকা ১১ হাজার টাকা, চেক বই ও তিনটি মোবাইল সেট পুড়ে গেছে।

হাসপাতালের চিকিৎসক আবদুস শাহীদ সুমন জানান, দগ্ধদের মধ্যে লতিফার শরীরের ১০ শতাংশ এবং লিমার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সিএনজি অটোরিকশাটির চাকা ফুটো হয়ে আগুন লেগে যায়। এতে তিনজন দগ্ধ হন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর