সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাস্তার দাবিতে সরাইলে গ্রামবাসীর বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে উপজেলা পরিষদ চত্বরের সামনে দিয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে তিন গ্রামের বাসিন্দারা। গতকাল উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবেলীপাড়া, আরিফাইল ও স্বল্পনোয়াগাঁও গ্রামের লোকজন উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। এদিকে, বিক্ষোভ চলাকালে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই যুবককে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ।

মিছিল শেষে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এতদিন গ্রামবাসী উপজেলা চত্বরের সামনে দিয়ে অবাধে চলাফেরা করে আসছিলেন। সম্প্রতি প্রশাসন পাড়ায় চুরি, মাদক সেবন ও বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ রাস্তাটি গত ২৫ নভেম্বর বন্ধ করে দেয়।

ইউএনও (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা বলেন, যেখানে বেড়া দেওয়া হয়েছে তা জনসাধারণের কোনো রাস্তা নয়। প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় গ্রামবাসী অবাধে চলাফেরা করত।

 

সর্বশেষ খবর