সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত আহত ৮

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা (২৭) নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হাজীপাড়া এলাকায় সংঘর্ষে গুরুতর আহত সোহেল রানা রাত দেড়টায় মারা যান।    আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের আবদুর রহিমের ছেলে। নিহত সোহেল ৫ নভেম্বর বিয়ে করেন। বিয়ের ২৩ দিনের মাথায় তিনি হামলায় নিহত হলেন।

পুলিশ রাতে হত্যাকান্ডের সঙ্গে জড়িত অভিযোগে আবদুল মান্নান (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি এলাকার কবির আহমদের ছেলে।

জানা গেছে, চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হাজীপাড়ার ৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক পক্ষ ওই বিরোধীয় জমি দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা সোহেল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সোহেলের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবার এজাহার দিলে মামলা নেওয়া হবে।

সর্বশেষ খবর