সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে ‘নাগরিক অধিকার সংরক্ষণ  ফোরাম’ এর উদ্যোগে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  দেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। কর্মসূচিতে বক্তারা বলেন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি ও কাদিখোল ঢেলাপীড় মৌজায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়। এ জন্য  জেলা প্রশাসন ১০৬ একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং ব্যক্তি মালিকানাধীন ৩৫৭ একর জমি অধিগ্রহণের জন্য স্কেচম্যাপ, দাগসুচি ও ধারণকৃত ভিডিও চিত্র সংশ্লিষ্ঠ বিভাগে প্রেরণ করে। কিন্ত প্রকল্প স্থাপনে কোন অগ্রগতি নেই।  বক্তারা আরও একটি ইপিজেড জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন।

সর্বশেষ খবর